খবর৭১ :বিজেপিকে রুখতে দুইটি বাহিনী গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নৈহাটিতে এক প্রতিবাদ সভা থেকে এই ঘোষণা দেন তৃণমূলের শীর্ষ নেতা
এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৮টি। গতবার দলটি মাত্র ২টি আসন পেয়েছিল। এবার লোকসভায় মোট ভোটের ৪৩ শতাংশ পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর ঘাড়ের কাছে শ্বাস ফেলা বিজেপি ৪০ শতাংশ। লোকসভা নির্বাচন শেষ হওয়া ও ফলাফল ঘোষণার পর বৃহস্পতিবার (৩০ মে) উত্তর ২৪ পরগনার নৈহাটিতে প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন মমতা।
নৈহাটিতে বৃহষ্পতিবার এক প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, বিজেপির অপতৎপরতা রুখতে ‘বঙ্গ জননী’ ও ‘জয় হিন্দ’ নামে দুইটি বাহিনী গড়ে তোলা হবে। তিনি ঘোষণা দেন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও ভারতীয় জনতা পার্টির মোকাবিলায় ওই দুই বাহিনী গড়ে তোলা হচ্ছে। মমতা বলেন, ‘বঙ্গ জননী বাহিনী’ ও ‘জয় হিন্দ বাহিনী’তে তৃণমূলের কর্মীরা কাজ করবেন। রাজ্যের প্রতিটি ব্লকে থাকবে এই বাহিনী।
নৈহাটির প্রতিবাদ সভায় মমতা অভিযোগ তুলেছেন বিজেপি পশ্চিমবঙ্গের বাঙালি ও অবাঙালিদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। দলটি বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে বলে অভিযোগ তার। এদিন মমতা বলেছেন, তিনি বিজেপিকে ঘৃণা করেন