খবর৭১ঃভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে বিজয়ের পর দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি।
এ শপথ অনুষ্ঠোনে যোগ দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও ইউপিএ জোটের চেয়ারপারসন সোনিয়া গান্ধী।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শপথগ্রহণ ঘিরে রাইসিনা হিলসে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শপথ অনুষ্ঠানের আগেই তারা রাষ্ট্রপতির ভবনে আসেন।
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ঘিরে রাষ্ট্রপতি ভবনে এবার করা হয়েছিল এলাহি আয়োজন। বিভিন্ন দেশের রাষ্ট্রপধান, শিল্পপতি, বিশিষ্টরা মিলিয়ে অতিথির সংখ্যা ছিল প্রায় আট হাজার। তারা সবাই যথাসময়ে সেখানে পৌঁছান।
পশ্চিমবঙ্গ থেকে শপথে যোগ দিয়েছেন ৫২ ‘শহিদ’ পরিবারের মোট ৭০ জন সদস্য। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে শপথগ্রহণে যোগ দেয়ার কথা বললেও পরে সেই সিদ্ধান্ত বদল করেন।