দুর্নীতির মামলায় হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

0
463

খবর৭১ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম ফারুককে বরখাস্ত করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে তাকে বরখাস্ত করে সুপ্রিমকোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম ফারুক দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত বিশেষ মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) ধারায় দণ্ডপ্রদান করা হয়।

গণকর্মচারী অধ্যাদেশ ১৯৮৫ এর ৩ (১) ধারার সাজা প্রাপ্তির কারণে বিদ্যমান অন্য যে কোনো আইনে অথবা বিধি, প্রবিধি, উপ-আইন, দলিলপত্র বা চুক্তি বা চাকরির শর্তাবলীতে যা কিছুই থাকুক না কেন, কোনো কর্মচারী তফসিলে বর্ণিত ফৌজদারী অপরাধে সাজাপ্রাপ্ত হলে, রায় বা সাজার আদেশ ঘোষণার তারিখ হতে তাৎক্ষণিকভাবে চাকরি হতে বরখাস্ত হিসেবে গণ্য হবেন। প্রধান বিচারপতি এক আদেশে উক্ত সাজার তারিখ (৯ মে) থেকে অত্র কোর্টের চাকরি থেকে আপনাকে (মো. গোলাম ফারুক) বরখাস্ত করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here