খবর৭১ঃ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বৃহস্পতিবার পর্দা উঠছে বিশ্বকাপের দ্বাদশ আসরের। আর শুক্রবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে পাকিস্তান। সেই ম্যাচে খেলছেন না আনপ্রেডিক্টেবল দলটির তারকা পেসার মোহাম্মদ আমির। গুঞ্জন, খেলার জন্য এখনও ফিট নন তিনি।
আমির ইতিমধ্যে ফিটনেস নিয়ে কোচ মিকি আর্থারকে অবহিত করেছেন। পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিশ্রাম চান তিনি। সার্বিক বিবেচনায় তাকে আসছে ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে পাক টিম ম্যানেজমেন্ট।
২৭ বছর বয়সী বাঁহাতি পেসার ইংল্যান্ডে পা রাখার পর থেকেই ফিটনেস সমস্যায় ভুগছেন। জলবসন্তের কারণে সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটিতেই খেলেননি তিনি। তার সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো না।
তবু পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই পেয়েছেন আমির। তিনি ঢোকায় বাইরে চলে গেছেন ফাহিম আশরাফ। সবশেষ সিরিজে বাজে করায় ছিটকে পড়েছেন এ পেস অলরাউন্ডার।