মেক্সিকোতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২৩ জন

0
355

খবর৭১ঃ মেক্সিকোতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩১ জন।

বুধবার ভেরাক্রুজপ্রদেশের মালট্রাটা নামক স্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএনের।

দেশটির পুলিশ জানায়, ক্যাথলিক তীর্থযাত্রীদের নিয়ে মেক্সিকো সিটি থেকে গুতিয়ারেজ শহরে যাচ্ছিল বাসটি। ধর্মীয় আনুষ্ঠানিকতা সেরে নিজ শহরে ফিরছিলেন তারা।

ঘটনাস্থলে পৌঁছালে বাসটি ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়। এতেই এ হতাহতের ঘটনা ঘটে।

ভেরাক্রুজপ্রদেশের সরকারের পক্ষ থেকে এক টুইটবার্তায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি হতাহতদের আর্থিক সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here