খবর৭১:বরিশাল সিটি কর্পোরেশনের ৪টি পদে রদবদল করা হয়েছে।
বুধবার (২৯ মে) কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে রদবদলের বিষয়টি নিশ্চিত করেন।
আদেশ অনুযায়ী সিটি কর্পোরেশনের কর ধার্য শাখার কর নির্ধারক বেলায়েত হাসান বাবলুকে জনসংযোগ কর্মকর্তা (অন্তর্বর্তীকালীন দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করা আহসান উদ্দিন রোমেলকে প্রশাসনিক শাখায় সংযুক্ত করা হয়েছে।
এছাড়া কর নির্ধারক কাজী মোয়াজ্জেম হোসেনকে সম্পত্তি কর্মকর্তা পদে এবং সম্পত্তি কর্মকর্তা মাহবুবর রহমান সাকিলকে কর নির্ধারক হিসেবে বদলি করা হয়েছে।
জনসংযোগ কর্মকর্তা হিসেবে সদ্য দায়িত্ব পাওয়া বেলায়েত হাসান বাবলু বুধবার রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।