সম্পত্তির জন্য বাবাকে কুপিয়ে ২৫ টুকরা

0
505

খবর৭১ঃ সম্পত্তির জন্য বাবাকে কুপিয়ে ২৫ টুকরা করল ছেলে। শুধু টুকরো করেই তার ক্ষান্ত হয়নি, সে টুকরাগুলো তিনটি বস্তায় ভরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে সে। আর তার জন্য চারজন বন্ধুর সহযোগিতা নেয় সে।

কিন্তু বস্তা তিনটি নিয়ে বের হতেই বাড়ির সামনে হাতেনাতে ধরা পড়ে সবাই। এদের মধ্যে তিন বন্ধু পলাতক রয়েছে।

ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদরা এলাকার বাসিন্দা বাবা সন্দেশ আগরওয়াল ও ছেলে আমন আগরওয়ালের মধ্যে।

সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। তাদের গ্রেফতারের পর পুলিশ জানায়, সম্পত্তি নিয়ে বিবাদে বাবাকে খুন করেছে ওই ছেলে। ৪৮ বছর বয়সী সন্দেশের দুই ছেলে ও এক মেয়ে।

সন্দেশের পারিবারিক সূত্রে জানা যায়, এক মাস আগে বাবাবে হত্যার হুমকি দিয়েছিল ছেলে আমন। তবে সত্যি যে আমন বাবাকে হত্যা করবে তা কেউ বিশ্বাস করতে পারছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here