বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নারী সাংসদ হলেন রুমিন ফারহানা

0
317

খবর৭১ঃ
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার বিকাল ৫টার পর বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

গণমাধ্যমকে তিনি বলেন, যেহেতু গত ২১মে যাচাই-বাছাইয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধতা হয় এবং প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাই তিনি বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দু-এক দিনের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সাতটি আসনে জয় লাভ করে। এদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি সবাই শপথ নিয়েছেন। সংসদে দলীয় সদস্যদের আসন অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে ১টি আসন বণ্টন করে দিয়ে নির্বাচনের তফসিল দেয় ইসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here