পাকিস্তানে পবিত্র কোরআনের পাতা মুড়িয়ে ওষুধ বিক্রির প্রতিবাদে বিক্ষোভ-আগুন

0
302

খবর ৭১ঃ পাকিস্তানে এক হিন্দু ধর্মাবলম্বী পশু চিকিৎসকের বিরুদ্ধে পবিত্র কোরআনের পাতায় মুড়িয়ে ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি পাকিস্তানের সিন্ধু প্রদেশে ঘটনাটি ঘটার পর তীব্র নিন্দার ঝড় উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পর দেশটির বিভিন্ন সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছে ইসলাম ধর্মাবলম্বীরা।বিক্ষোভের এক পর্যায়ে হিন্দু মালিকানাধীন দোকানপাটে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

এ ঘটনায় রমেশ কুমার নামের ওই পশু চিকিৎসকের বিরুদ্ধে স্থানীয় একটি মসজিদের হেড মৌলভী ইসহাক নোহরি তার ধর্ম অবমাননার অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ দায়েরের পর গতকাল সোমবার রমেশ কুমারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাকিস্তানে এ ধরনের কর্মকাণ্ডের জন্য তিন মাস থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

বিভিন্ন গণমধ্যমের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানে ১৯৮৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ধর্ম অবমাননা আইনে প্রায় এক হাজার ৫০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here