৫ রানেই ভারতীয় উদ্বোধনী জুটি ভেঙে দিলেন মোস্তাফিজ

0
440

খবর৭১ঃ মাত্র ৫ রানেই ভারতীয় উদ্বোধনী জুটি ভাঙলেন মোস্তাফিজুর রহমান। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপের মধ্যে পড়েছে শক্তিশালী ভারতীয় ক্রিকেট দল।

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। এতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সেই ম্যাচ।

প্রস্তুতিটা ভালো হয়নি ভারতেরও। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে কোহলি বাহিনী।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ রাহী, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।

ভারতীয় দল:বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শেখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও যুগবেন্দ্র চাহাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here