বিশ্বকাপে সাকিব হতে সাবধান: পন্টিং

0
342

খবর ৭১ঃ আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সব দল। আর কে জিতবে এবারের বিশ্বকাপ তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ভক্ত-সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটাররাও। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন ক্লাইভ লয়েডের পর টানা দুটি বিশ্বকাপ শিরোপা জেতা রিকি পন্টিং।

এবারের ইংল্যান্ড বিশ্বকাপে ভালো করবেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজে শুধু ভালো করবেন না, অন্য দলকে বিপাকেও ফেলবেন। বাংলাদেশ দলের বিপজ্জনক ক্রিকেটার তিনি। কারণ তার অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ। তাই সাকিব হতে সবাইকে সাবধান হতে বললেন অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং।

পন্টিং বলেন, ‘আমার মতে, বাংলাদেশ দলের বিপজ্জনক ক্রিকেটার সাকিব আল হাসান। অনেক দিন ক্রিকেট খেলছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে তার খেলার অভিজ্ঞতা আছে। উইকেটের দুই স্কোয়ার অঞ্চল তার ব্যাটিংয়ের শক্তির জায়গা। ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং থার্ড ম্যানে ভালো শট খেলেন।’

শুধু ব্যাট হাতে নয় সাকিব বল হাতেও সমান বিপজ্জনক জানিয়ে তিনি বলেন, ‘বল হাতে নিলেই তার চতুরতা বেরিয়ে আসে। বলে তিনি খুব টার্ন করান তা কিন্তু নয়। তবে তার বলের গতি ওঠা-নামা করানো অসাধারণ। সে তার আর্ম বলটা অন্য সবার থেকে ভিন্নভাবে ব্যবহার করে।’

রিকি পন্টিং বলেন, ‘বতর্মান সময়ের স্পিনারদের মধ্যে ভিন্ন সাকিব। অধিকাংশ বোলারই উইকেট বরাবর বল রেখে রান আটকানোর চেষ্টা করেন। সাকিব প্রথম দুই এক বল ব্যাটসম্যানকে দেখেন। এরপর বলের গতিতে ভেরিয়েশন এনে বলে শট খেলতে উস্কে দেন। তুলে নেন উইকেট।’