খবর ৭১ঃ আগামী ৩০ মে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। আসন্ন বিশ্বকাপে ফেভারিট দল হিসেবে খেলবে বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে খুব ভালো খেলছে বাংলাদেশ। তার প্রমান ইতিমধ্যে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ জয়ের মাধ্যমে দেখা গেছে। তবে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে কেমন খেলেছে, তাতে কিছু যায়-আসে না। বিশ্বকাপে কীভাবে খেলে সেটাই দেখার।
জাতীয় দলের সাবেক সহকারী ও ফিল্ডিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন,বাংলাদেশ তিনটি ম্যাচ জিতলেই খুব ভালো ফল হবে। চারটি জিতলে তো খুবই ভালো।আমাদের ব্যাটিংটা ভালো, কিন্তু বোলিংটা ওই কন্ডিশনের জন্য মানানসই নয়। ম্যাচ জিততে হলে কন্ডিশন অনুযায়ী বোলারদের খুবই ভালো বোলিংয়ের চেষ্টা করতে হবে। উইকেটের সহায়তা পেলে তারা ভালো করতে পারে। আর অনুকূল উইকেট না হলে পেসাররা খুবই সাদামাটা বোলিং করবে। ধারণা করা হচ্ছে, এবার বেশিরভাগ ম্যাচে তিনশ’প্লাস রান হবে।