ইয়াবাসহ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বোনকে আটক

0
439

খবর ৭১ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইয়াবাসহ কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতার বোনকে আটক করেছে পুলিশ। তার সঙ্গে আটক হয়েছেন আরও দু’জন। তাদের কাছ থেকে ২১টি ইয়াবা জব্দ করে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার পূর্ব ভাণ্ডারা শ্মশানপাড়া এলাকার এক বাড়ি থেকে তাদের আটক করা হয়। রাণীশংকৈল থানার ওসি আবদুল মান্নান এ কথা জানিয়েছেন।

আটককৃতরা হলেন, ওই এলাকার শাহ আলমের মেয়ে লাভলী আক্তার (৩০), সহদর গ্রামের তাহেরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩০) এবং একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে জুয়েল রানা (৩২)।

এদের মধ্যে লাভলীর ছোট ভাই সোহেল রানা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি বলে জেলা ছাত্রলীগের নেতারা জানিয়েছেন। এ বিষয়ে সোহেল রানা গণমাধ্যমকে বলেন, লাভলী আমার বড় বোন। সে আমাদের পরিবারের অবাধ্য সন্তান।

ওসি আবদুল মান্নান বলেন, লাভলী আক্তার দীর্ঘদিন ধরে রাণীশংকৈল পৌর এলাকায় মাদক কেনাবেচায় জড়িত বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। রোববার রাতে লাভলীর বাড়িতে ইয়াবা বিক্রির খবর পেয়েই সেখানে অভিযান চালানো হয়। ওই সময় ২১টি ইয়াবাসহ হাতেনাতে তিনজনকে ধরা হয়।

লাভলীর বিরুদ্ধে আগেও মাদক আইনের একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি আব্দুল মান্নান বলেন, রোববার রাতের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আরও দু’টি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে আজ সোমবার ওই তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here