খবর৭১ঃ রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ৭০ লিটার বাংলা মদসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার ডাকবাংলা বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে মোটর সাইকেল যোগে মাগুরায় মদ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা এলাকায় চেকপোষ্ট বসায় পুলিশ। এসময় শিবুদাস নামের একজনকে ৭০ লিটার মদসহ আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।