খবর ৭১ঃ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশি পেসারদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন রুবেল হোসেন। ডানহাতি এই পেসার বলেন, ‘এই কন্ডিশনে ম্যাচ জিততে হলে অবশ্যই ভালো বল করতে হবে পেসারদের। কীভাবে কম রান দেয়া যায়, কীভাবে উইকেট নেয়া যায়, এগুলো হিসাব করেই খেলতে হবে। এখানে পেসারদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমাদের অনেক দায়িত্ব নিতে হবে। আশা করি, ভালো কিছুই হবে।’
বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচ খেলতে এখন স্মৃতি বিজরিত কার্ডিফে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৫ সালে কার্ডিফের সোফিয়া গার্ডেনে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টাইগাররা। এ ভেন্যুতেই ২৬শে মে ভারত ও পরদিন পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। রুবেল জানালেন, ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিচ্ছেন দলের ক্রিকেটাররা। তিনি বলেন, ‘এখানেও (কার্ডিফ) আয়ারল্যান্ডের মতো উইকেট মনে হচ্ছে। তবে আয়ারল্যান্ডে শীত বেশি ছিল, এখানে (ইংল্যান্ডে) একটু কম। তবে এখানে রান বেশি হবে। আশা করি, আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারব।’
গত বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ। টাইগারদের ওই জয়ের নায়ক ছিলেন রুবেল। এবারো সুযোগ পেলে দলকে সাফল্য এনে দিতে চান তিনি। রুবেল বলেন, একাদশে সুযোগ পাওয়া অবশ্যই কঠিন। তবে আমাকে যদি খেলার সুযোগ দেয়া হয় তাহলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো। চেষ্টা করবো সেরা ক্রিকেট খেলার। আমি সুযোগের অপেক্ষায়।