ঝালকাঠিতে গরিব ও অসহায় পরিবারের শিশুদের ঈদের পোশাক বিতরণ

0
386

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে দুরন্ত ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এ পোশাক বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসীন মৃধর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রশিদ হাওলাদার, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, আওয়ামী লীগনেতা অ্যাডভোকেট রুহুল আমীন রিজভী ও শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. নাদিম মাহমুদ। সংগঠনের সদস্যরা নিজেদের অর্থায়নে গরিব ও অসহায় একশত শিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন। নতুন পোশাক পেয়ে খুশি এসব শিশু ও তাদের অভিভাবকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here