লোকসভায় ফের বিজয়ী বলিউডের হেমা মালিনি

0
327

খবর৭১ঃভারতের লোকসভা নির্বাচনে অভিনেত্রী থেকে রাজনীতিতে যোগ দেয়া হেমা মালিনি উত্তর প্রদেশের মাথুরা থেকে বিজয়ী হয়েছেন।-খবর এনডিটিভির

নিজ আসনে ত্রিপক্ষীয় লড়াইয়ে বিজেপির এই প্রার্থীকে আরএলডির কুনওয়ার নরেন্দ্র সিং ও কংগ্রেসের মহেশ পাঠকের বিরুদ্ধে প্রতিন্দ্বিতা করেছেন।

হেমা মালিনির অভিনেতা স্বামী ধর্মেন্দ্র প্রচারে যোগ দেয়ায় তার নির্বাচনী লড়াই নতুন মাত্রা পেয়েছে। হেমা বলেন, গত পাঁচ বছরে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি বহু কাজ করেছেন।

হেমা মালিনী ১৯৪৮ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি একাধারে অভিনেত্রী, পরিচালক ও প্রয়োজক।

১৯৬৮ সালে স্বপ্ন কা সওদাগর চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হন। তিনি নায়ক ধর্মেন্দ্র ও রাজেশ খান্নার সাথে জুটি হয়ে অনেক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন।

সর্বমোট ১১ বার ফিল্ম ফেয়ার পুরষ্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। ২০০০ সালে তিনি পদ্মশ্রী সম্মাননা লাভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here