তিন চরিত্রে মোশাররফ করিম

0
432

খবর৭১ঃবহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা মোশাররফ করিম। দীর্ঘদিন পর আবারও এক নাটকে তিন চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাম ‘আরে ভাই আমি তো সে না’। আল মনসুরের রচনায় এটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান।

এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে একজন ইলেকট্রনিক্সের দোকানদার, ফিল্মের হিরো ও ব্যবসায়ী চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। সাত পর্বের এ নাটকটি আগামী ঈদে বাংলাভিশনে প্রচার হবে।

এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকটির গল্প বিন্যাস আমার ভালো লেগেছে। অনেকদিন পর এক নাটকে একাধিক চরিত্রে অভিনয় করলাম। পরিচালকের কাজও ভালো লেগেছে। শুটিংও হয়েছে বড় আয়োজনে। আশা করছি, এটি দর্শকের কাছে সমাদৃত হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here