খবর ৭১: মানহীন ৫২টি পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বিএসটিআই’র মানের পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়া পণ্যগুলো বাজার থেকে প্রত্যাহার না হওয়ায় এ মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, গেল ৯ মে ওই পণ্যগুলো বাজার থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করে ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজ্যুমার সোসাইটি (সিসিএস)। ওই রিট আবেদনের শুনানি শেষে ১২ মে রায় দেন হাইকোর্ট। ওই রায়ে ১০ দিনের মধ্যে পণ্যগুলো বাজার থেকে সরানোর নির্দেশ দেয়া হয়।