খবর৭১:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার রাতে টুইট করেছেন, যদি ইরান লড়তে চায়, তাহলে ইরানকে আনুষ্ঠানিকভাবেই ধ্বংস করে দেয়া হবে। যুক্তরাষ্ট্রকে কখনো হুমকি দেবে না!
এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছিলেন, আমরা নিশ্চিত… কোনো যুদ্ধ হবে না কারণ আমরা যুদ্ধ চাই না। আর এ অঞ্চলে ইরানকে মোকাবেলা করা যাবে এমন দিবাস্বপ্নও কেউ দেখে না।
এর আগে সৌদি আরবের ইংরেজি দৈনিক আরব নিউজ জানায়, ইরাকি প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদির মধ্যস্থতার কারণে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ইরাকি প্রধানমন্ত্রী নাকি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ডাকপিওনের ভূমিকা পালন করেছেন। তার দুই জন উপদেষ্টা আরব নিউজের কাছে এমনটাই দাবি করেছেন।