২০ দলীয় জোট থেকে দলগুলো পালাতে শুরু করেছেঃ হাছান মাহমুদ

0
366

খবর৭১ঃ ২০ দলীয় জোট থেকে দলগুলো পালাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

বিজেপি (বাংলাদেশ জাতীয় পার্টি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র জোট ছাড়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভবিষ্যতে আমরা আরও অনেকেই দেখতে পাবো।’

তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু বিএনপির নেতৃত্বাধীন জোট থেকেই নয়, বিএনপি থেকেও অনেকে পালানো শুরু করেছে। আপনারা দেখেছেন বিএনপি থেকে অনেকে পদত্যাগ করেছে। দলটির এমন দশা হোক আমরা তা চাই না।’

বুধবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার -এর ১০৯ তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির জন্ম ভালো না হলেও আমরা আশা করে ছিলাম তারা ভালো হওয়ার চেষ্টা করবে। কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে। বিএনপি এখন রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।’

তিনি বলেন, ‘কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছেন। বিএনপির এই সন্ত্রাসী তকমা মুছতে চাইলে নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবে। ক্রমাগতভাবে ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন। জনবিচ্ছিন্নের আরেকটি বড় কারণ হচ্ছে এদের দলে কোনো আদর্শ নেই, এ দলের নেতাদের মধ্যেও কোনো আদর্শ নেই। তারা ক্ষমতার জন্য রাজনীতি করে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সেনাপতি তারেক রহমান থাকেন যুদ্ধের মাঠ থেকে কয়েক হাজার মাইল দূরে। এজন্য তাদের দলের এ অবস্থা। তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা চালানোর অপচেষ্টা করছে। এই অপচেষ্টা চালিয়ে কোনো লাভ নেই। তারেক রহমান দুর্নীতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত, ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফিরত এনে রায় কার্যকর করতে চেষ্টা চলছে।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার জাকিরের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ প্রমুখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here