শেরপুরের নকলায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ, ৫ মাসের অন্তঃসত্ত্বা

0
458

শেরপুর থেকে আবু হানিফ :
শেরপুরের নকলার চন্দ্রকোনা ইউনিয়নের বালিয়াদী এলাকায় তৃতীয় শেণীর এক ছাত্রীকে ধর্ষণের ফলে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল ২৬ এপ্রিল সন্ধ্যায় ওই ছাত্রীর দাদা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আজ ২৭ এপ্রিল ভোরে আসামী রানাকে গ্রেফতার করে। ধর্ষিতা সে বালিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।
অভিযোগে জানা যায়, বালিয়াদী এলাকার চাঁন মিয়ার পুত্র ভখাটে আতিকুর রহমান রানা একই এলাকার ওই ছাত্রীকে লোভ দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে। ফলে সে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে। পরে বিষয়টি জানাজানি হলে ধর্ষিতার দাদা গতকাল সন্ধ্যায় বাদী হয়ে নকলা থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে ধর্ষক আতিকুর রহমান রানাকে গ্রেফতার করে। এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, আসামীকে জিজ্ঞাসাবাদশেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চরছে। একইসাথে ধর্ষিতা ওই ছাত্রীকে মেডিকেল পরিক্ষা জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here