খবর৭১ঃ রাজধানীর কলাবাগান এলাকা থেকে অপহরণের ৬ দিন পর সাভারের আমিন বাজার হতে অপহৃত মো. রায়হান (২৪) উদ্ধার করেছে র্যাব। সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার। অপহৃত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমবিএ অধ্যয়নরত।
বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে সাভারের আমিন বাজার থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন র্যাব-৪ এর উপ-অধিনায়ক কোম্পানি কমান্ডার মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।