৩ কেজি স্বর্ণসহ ওসমানীতে এক যাত্রী আটক

0
384

খবর ৭১ঃ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওমানের মাসকট থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২২২ ফ্লাইট থেকে আবির হোসেন (৩১) নামের ওই যাত্রীকে আটক করা হয়।

আবির হোসেন নোয়াখালী জেলার হাতিয়ার আব্দুল আজিজের ছেলে। তার গন্তব্যস্থল ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
ওসমানী বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তা নুরুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবির হোসেনের হাতব্যাগ তল্লাশি করে ২৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। বারগুলোর ওজন ২ কেজি ৯০০ গ্রাম। এছাড়া ১০০ গ্রাম ওজনের
স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here