বয়ফ্রেন্ড’ ছবি নিয়েই এগোতে চান সৌমি

0
991

খবর৭১ঃ উত্তম আকাশ পরিচালিত ‘বয়ফ্রেন্ড’ ছবিটি মুক্তি পেয়েছিল গেল মার্চের প্রথম সপ্তাহে। শুরুতে দেশের তিন হলে ছবিটির মুক্তি দেয়া হলেও শুক্রবার (১২ এপ্রিল) দেশের অনেক প্রেক্ষাগৃহেই ছবিটি দেখতে পারছেন দর্শকরা।

আর এই ‘বয়ফ্রেন্ড’ ছবির মধ্য দিয়েই রুপালি পর্দায় অভিষেক হয়েছে সেমন্তী সৌমির। ছবিটিতে তার বিপরীতে নায়ক হিসেবে জুটি বেঁধেছেন ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসা তাসকিন রহমান।

দেশজুড়ে ছবিটি মুক্তি দেয়ার ব্যাপারে উচ্ছ্বসিত সৌমি শুক্রবার গণমাধ্যমকে বলেন, ‘বড় পর্দার জন্য অনেক দিন আগে থেকেই নিজেকে তৈরি করছিলাম। আমি ‘বয়ফ্রেন্ডে’ ছবির পুরো টিমকে ধন্যবাদ জানাই। বিশেষত ছবির প্রযোজক সেলিম খান ও পরিচালক উত্তম আকাশ স্যারকে।’

ভক্ত-দর্শকরা চাইলে আগামী দিনেও বড় পর্দায় কাজ করতে চান জানিয়ে এই উঠতি নায়িকা বলেন, ‘আমি কাজ করতে চাই। যদি দর্শক আমাকে পছন্দ করে, সহযোগিতা করে। ব্যতিক্রমী চরিত্রের প্রতি আমার সবসময়ই দুর্বলতা। একটু একটু করে অভিজ্ঞতার ঝুলিতা ভারি করতে চাই।’

এসময় দর্শকদের ‘বয়ফ্রেন্ড’ দেখার আহ্বান জানিয়ে সৌমি বলেন, ‘আপনারা হলে এসে ছবিটি দেখলেই পরিচালক-প্রযোজকরা নতুন ছবি তৈরিতে সাহস পাবেন, আগ্রহী হবেন। বাংলা ছবিকে আরও সমৃদ্ধ করতে ভালো ছবিগুলো দর্শকদের সাপোর্ট প্রত্যাশা করে।’

শাপলা মিডিয়া প্রযোজিত ‘বয়ফ্রেন্ড’ ছবিতে প্রযোজক সেলিম খান ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, সিবা শানু ও আমান রেজা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here