খবর৭১ঃ আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ৩৫ আফগান সেনা নিহত হয়েছে। আহত ও বন্দি হয়েছে আরও কমপক্ষে ৪০ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাদগিস প্রদেশের বালামোরগাব জেলায় তালেবানরা এ হামলা চালায়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।
হামলার বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কায়েস মাঙ্গাল জানিয়েছেন, মধ্যরাতে চালানো এ হামলায় সৈন্যরা দিশেহারা হয়ে যায়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তালেবান জঙ্গিরা বালামোরগাবে ৫টি নিরাপত্তা চৌকি দখল করেছে। হামলায় ২১ আফগান সৈন্য তালেবানের হাতে বন্দি রয়েছে।
অপরদিকে বাদগিস প্রদেশের গভর্নরের মুখপাত্র দাবি করেছেন, তালেবানের ওপর চালানো বিমান হামলায় তাদের বহু জঙ্গি হতাহত হয়েছে।