কুষ্টিয়ার মিরপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

0
464

খবর৭১ঃকুষ্টিয়ার মিরপুরে সঞ্চিতা খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে মিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুলতানপুর মহল্লা থেকে লাশটি উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে বলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. খোয়াব আলী জানিয়েছেন। সঞ্চিতা সুলতানপুর মহল্লার খোকনের স্ত্রী।

নিহত গৃহবধূর শ্বশুর কালাম দাবি করেন, ‘বৃহস্পতিবার রাতে ছেলেকে ওষুধ খাওয়ানো নিয়ে সঞ্চিতাকে তার শাশুড়ি বকাঝকা করে। এতে ক্ষুব্ধ হয়ে নিজ ঘরে গলায় দঁড়ি পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। তাকে কোনও নির্যাতন করা হয়নি।’

তবে ওই গৃহবধূর বাবা সাইদুল অভিযোগ করেন, ‘জামায়কে নগদ পঞ্চাশ হাজারসহ অনেক সময় নানা অঙ্কের টাকা দিয়েছি। এর পরেও জামায় ও মেয়ের শাশুড়ি প্রায়ই মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করতো। আমি এর বিচার চাই।’
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here