খবর৭১ঃতেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি চেকপোস্টে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে। নিহতরা আন্তঃজেলা গাড়ি চোর চক্র ও ডাকাত দলের সদস্য বলে র্যাব জানিয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) ভোরে এই ঘটনা ঘটে। র্যাব এসময় ঘটনাস্থল থেকে একটি চোরাই গাড়ি, বিদেশি পিস্তল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে বলেও জানানো হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন।