কূটনীতিকদের সাথে খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরা হয়।

0
414

খবর৭১ঃ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থানরত ২১টি দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে বিএনপির পক্ষ থেকে চিকিৎসাধীন দলীয় প্রধান কারাবন্দি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, ইইউ, নরওয়েসহ ২১টি দেশ।

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি নেতা জেবা খান, মীর হেলাল ও ইসরাক হোসেন প্রমুখ।

বৈঠক শেষে গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, ‘কূটনীতিকদেরকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানানো হয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনেছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here