খবর৭১ঃ রাজধানীর মেরুল বাড্ডায় একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জামান ফিলিং স্টেশনের পাশে একটি হোটেলে আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদর দফতর। ফায়ার সার্ভিস জানায়, জামান ফিলিং স্টেশনের পাশে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই তা নিয়ন্ত্রণে এসেছে।
বারিধারা সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, আগুনে হতাহতের কোনে ঘটনা ঘটেনি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি জানান, ফিলিং স্টেশনের পাশে একটি হোটেলে আগুন লাগার বিষয়টি ৯৯৯ থেকে ফোন থেকে জানতে পারি।তবে কিছুক্ষণ পরেই আবার জানানো হয়েছে আগুন নিভে গেছে। এছাড়া আগুনের সূত্রপাত সঠিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পাশে রাখা কোনো ইকুইপমেন্ট থেকে আগুন লাগতে পারে।