বিএনপির ভেতর বিভ্রান্তি তৈরির ষড়যন্ত্র করছে বিরোধীরা : ফখরুল

0
330

খবর৭১ঃ বিএনপির ভেতর বিভ্রান্তি তৈরি করতে বিরোধীরা ষড়যন্ত্রের জাল বুনছে- এমন অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘সব ষড়যন্ত্র ভেস্তে যাবে। জনগণ আবারও অন্যায়, নিপীড়ন ও বাকশালী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। খুব অল্প সময়ের মধ্যে আমরা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবো। আপনারা যেকোনও ষড়যন্ত্র রুখে দিতে সতর্ক ও প্রস্তুত থাকুন।’

বুধবার (৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে নিঃর্শত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান সহ সাবেক ছাত্র নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত সঠিকভাবেই অঙ্গসংগঠনগুলোকে পুনর্গঠিত করতে জেলাগুলোকে সক্রিয় করতে কাজ শুরু করেছেন। অল্প সময়ের মধ্যে দল নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বারবার দলের ওপর আঘাত এসেছে, অনেক ঝড় গেছে, তার মধ্য দিয়েও বিএনপি উঠে দাঁড়িয়েছে। আবারও খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র ফিরে আসবে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বিএনপি সেই দল, যে দলের রাজনীতি হচ্ছে দেশের জনগণের জন্য। তাই এই জনগণের শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। যা আমরা অতীতেও লাগিয়েছি।’

খালেদা জিয়া মুক্ত হলে জনগণের উত্তাল তরঙ্গ রুখে দেয়ার সামর্থ্য এই অবৈধ সরকারের থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মির্জা ফখরুল।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার ১৬ কোটি মানুষের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে ভয় পায়, তাই তাঁর সুচিকিৎসার ব্যবস্থা এবং তাকে মুক্তি দিতে বাধা হয়ে দাঁড়িয়েছে।’

দেশ কঠিনতর সংকটকাল অতিক্রম করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই সংকট শুধু বিএনপির সংকট নয়। এই সংকট জাতির, রাষ্ট্রের। কারণ এই রাষ্ট্র থেকে গণতন্ত্রকে নির্মূল করেতে সকল আয়োজন সম্পন্ন করে রেখেছে সরকার।’

ফখরুল বলেন, ‘বিরাজনীতিকরণ প্রক্রিয়া শুরু করেছে সরকার। আর সেজন্যই বাংলাদেশ থেকে রাজনীতিকে চিরতরে নির্মূল করে দেয়ার অংশ হিসেবে বিএনপিকে নির্মূলের চেষ্টা করছে সরকার।’

ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here