খবর৭১ঃ বুধবার দুপুরে প্রাইভেটকারটি বারিধারা থেকে উত্তরা যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বারিধারা থেকে উত্তরা যাওয়ার পথে ঢাকা মেট্রো-গ-২৫-১৫৩৮ সিরিয়ালের গাড়িটিকে হঠাৎ করেই আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুর্মিটোলা অফিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনে ওভারহিটের কারণে গাড়িটিতে আগুন ধরে যায়। আগুন লাগার পরপরই গাড়ি থেকে যাত্রীরা নেমে যান। তাই হতাহত কোনো ঘটনা ঘটেনি।