রাঙ্গামাটিতে গোলাগুলিতে নিহতের খবর ‘ সত্য নাও হতে পারে: ডিসি

0
440

খবর৭১ঃ রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় গোলাগুলি কিংবা কোনও হতাহতের ঘটনা ‘অপপ্রচার’ হতে পারে বলে জানিয়েছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশিদ।

বুধবার (৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে তিনি ব্রেকিংনিউজকে বলেন, ‘সকাল থেকেই সংবাদকর্মীদের মাধ্যমে ও স্থানীয়ভাবে এ ধরনের ঘটনার খবর পেয়েছি। এ ব্যাপারে আমি এসপির সঙ্গেও কথা বলেছি। এখনও পর্যন্ত আমরা এমন কোনও তথ্য পাইনি। বিষয়টি অপপ্রচার হতে পারে।’

এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শেখ ছাদেক বলেছেন, ‘গোলাগুলিতে হত্যার এমন ঘটনা শোনা গিয়েছিল। কিন্তু পুলিশ ঘটনাস্থলে খোঁজ নিয়ে জেনেছে বিষয়টি সত্য নয়, গুজব।’

এদিকে বুধবার ভোরে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দর এলাকায় সন্ত্রাসীদের দুপক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। তবে স্থানীয়দের দাবি দুপক্ষের ব্যাপক গোলাগুলিতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক যোগাযোগ করে এ বিষয়ে এখনও সুস্পষ্ট কোনও ধারণা পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here