খবর৭১ঃ আমেরিকার তৃতীয় বৃহত্তম নগরী শিকাগোর নির্বাচনে প্রথমবারের মতো লরি লাইটফট নামে একজন সমকামী আফ্রিকান আমেরিকান নারী মেয়র নির্বাচিত হয়েছেন।
অর্থনৈতিক বৈষম্য ও সহিংসতার মতো বিভিন্ন কঠিন সমস্যা মোকাবেলা করার প্রতিশ্রুতি দেয়ায় রাজনীতির মাঠে একেবারে নবীন এই নারীর প্রতি আস্থা রাখেন ভোটাররা।
৫৬ বছর বয়সী লরি লাইটফট নামের সাবেক এই ফেডারেল প্রসিকিউটর ও আইনজীবী এ নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এর আগে কখনো তিনি নির্বাচনে দাঁড়াননি।
তিনি টনি প্রেকউইঙ্কেলকে পরাজিত করেছেন। টনিও একজন আফ্রিকান আমেরিকান নারী। অধিকাংশ ব্যালট গণনা শেষে দেখা গেছে যে নির্বাচনে লরি ৭৪ শতাংশ ও টনি ২৬ শতাংশ ভোট পেয়েছেন। লরি শিকাগোর প্রথম সমকামী ও আফ্রিকান আমেরিকান নারী মেয়র।
এর আগে ১৮৩৭ সাল থেকে শিকাগোর ভোটাররা মাত্র একজন কৃষ্ণাঙ্গ ও একজন নারীকে মেয়র পদে নির্বাচিত করেছিল।-এএফপি