খবর৭১ঃস্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলামসহ ১০ জামায়াত নেতাকর্মীকে নাশকতা প্রচেষ্টার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে তারা আদালতে আত্মসমার্পন করে জামিন আবেদন করলে যশোরের জেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল আহমেদের আদালত তাদের জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নেতাকর্মীরা হলেন রঘুনাথপুর গ্রামের আলতাফ হোসেন, দশপাকিয়া গ্রামের আতিয়ার রহমান, আবু জাফর মুহুরী, বখতিয়ার হোসেন, আবুল কালাম ওরফে ডাবলু সরদার, হাসানুজ্জামান, পলুয়া গ্রামের মাওলানা আলমগীর কবির, দশপাকিয়া জামে মসজিদের ইমাম মাওলানা বিল্লাল হোসেন ও তার সহোদর হাজী আবুজার গিফারী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তাদের বিরুদ্ধে চৌগাছা থানায় নাশকতা প্রচেষ্টার অভিযোগে মামলা হয়। সে মামলায় তারা সোমবার আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
খবর৭১/জি