ভুয়া পুলিশ থেকে সাবধান বলেছেন নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন!

0
560

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: ভুয়া পুলিশ থেকে নড়াইল বাসীকে সাবধান করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম(বার), । সোমবার (১১/৩/১৯) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন পুলিশ জনগনের বন্ধু, পুলিশকে শত্রু ভাবলে চলবে না। এই সময় অনন্য মধ্যে উপস্থিত ছিলেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, ডি, আই (১), এস এম ইকবাল হোসেন, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, গোবিন্দ কু-ু, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), বলেন, বিভিন্ন পত্র পত্রিকাতে দেখা যায়, নড়াইল জেলা সংলগ্ন পার্শ্ববর্তী জেলা সমুহে যে ভাবে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে সাধারন জনগনের থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিষপত্র নিয়ে যাচ্ছে তা নড়াইলে হতে দেওয়া হবে না। এ জন্য সাধারন জনগনকে সজাগ থাকতে হবে পাশাপাশি পুলিশ বাহিনী কে ও খেয়াল রাখতে হবে। যাতে কোন ভাবে এই ভুয়া পুলিশরা নড়াইল বাসীকে ধোকা না দিতে পারে। যদি এমন কোন ঘটনা ঘটে তা হলে সাথে সাথে আমাকে অথবা নড়াইলের থানাগুলোর ওসিদের মোবাইল নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here