চৌগাছায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
816

খবর৭১ঃ চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলমের সভাপতিত্বে স্বাধীনতা দিবস উদযাপন ও দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিনা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা সমবায় অফিসার মোঃ সালাহউদ্দীন, পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার মালো, যুবউন্নয়ন কর্মকর্তা নাজিমউদ্দীন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোজাম্মেল হক, অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সহকারী অধ্যাপক শাহনূর হোসেন, প্রধান শিক্ষক শওকত আলী, ছায়াপথ নাট্য সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় যথাযথ মূল্যায়ন ও মর্যাদার সাথে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত হয়।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here