অনিয়ম-বর্জনে ডাকসুর ভোট সম্পন্ন, চলছে গণনা

0
361

খবর৭১ঃ ভোট ডাকাতি, কেন্দ্র দখল, হামলা-হুমকি ও নানা অনিয়ম-অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ। এ মুহূর্তে চলছে ভোট গণনা। নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, রোকেয়া হল ও কুয়েত মৈত্রী হল ছাড়া প্রায় সব হলেই ভোট গণনা চলছে।

সোমবার (১১ মার্চ) চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান বলেন, ‘নির্বাচন প্রায় শেষের দিকে। আমি বিভিন্ন হল থেকে খবর যেভাবে পাচ্ছি তাতে ৭-৮টি হলে ভোটগ্রহণ প্রায় সম্পন্ন হওয়ার পথে। হয়তো এর মধ্যে আরও কয়েকটি হলে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এই ৭-৮ টি হলের মধ্যে আমার ধারণা ৪-৫টি হলে ইতোমধ্যে ভোট সম্পন্ন হয়ে গেছে। আমাদের যে টিমকে ভোট গণনায় নিয়োজিত করেছি, তারা তাদের মেশিনপত্র নিয়ে এরই মধ্যে ১০টি হলে অবস্থান করছে।’

স্থগিত কেন্দ্রের বিষয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘কুয়েত মৈত্রী হলের ঘটনায় আমরা ১ ঘণ্টা ভোট স্থগিত রেখেছিলাম। সেটা আবার চালু হয়েছে। আর রোকেয়া হলের ঘটনায় আমরা বিষয়টি অবহিত হওয়ার পরপরই সেখানে গিয়েছি এবং আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। সেখানে বিকেল ৩টায় নতুন করে ভোটগ্রহণ শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত হল গেটের ভেতরের সব ভোটার ভোট দেবেন ততক্ষণ সেখানে ভোটগ্রহণ চলবে। যত সময়ই লাগুক- তাদের সবার ভোট নেয়া হবে।’

তিনি আরও জানান, হলে ভোট গণনা হবে। গণনা শেষে ফলাফল হল থেকে এবং চূড়ান্ত ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঘোষণা করা হবে।

এদিকে নানা অনিয়মের অভিযোগ ও চিত্র ‍তুলে ধরে সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ভোট বর্জন করেছে ছাত্রজোট-কোটার প্রার্থীরা। এরপরই ছাত্রদলও সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করে।

দুপুরের পর থেকেই ভিসির পদত্যাগ, নির্বাচন বাতিল ও পুনঃতফসিল ঘোষণার দাবিতে ঢাবি ভিসির কার্যালয় ঘেরাও করে রাখে জাতীয়তাবাদী ছাত্রদল, কোটা আন্দোলনকারীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোটসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এসময় শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে উঠে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করে ঢাবি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেছেন, ‘উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিয়েছে। তারা শৃঙ্খলা বজায় রেখে ভোট দিয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধায় আমি অভিভূত।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here