খবর৭১ঃ এই প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা ফারুকি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বসতে যাচ্ছেন। আগামী ২৩ মার্চ দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন।
তিনি এ নির্বাচনে অস্ট্রেলিয়ান লেবার পার্টির (এএলপি) প্রার্থী হিসেবে নিউ সাউথ ওয়েলস (এসএসডব্লিউ) আইন পরিষদের একটি আসনে লড়বেন।
অস্ট্রেলিয়ান গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সাবরিনা বাংলাদেশেই বড় হয়েছেন। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
২০১৪ সালে তিনি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনিতে যান। সেখানে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
খবর৭১/এসঃ