খবর ৭১ঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বুদগ্রাম জেলায় দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালের দিকে বিধ্বস্তের এই ঘটনায় বিমানের দুই পাইলট নিহত হয়েছেন।
ইন্ডিয়া ট্যুডে বলছে, সেন্ট্রাল কাশ্মীরের বুদগ্রামে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
এদিকে, আকাশসীমা লঙ্ঘন করে ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে পাকিস্তান জঙ্গিবিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। বুধবার সকালের দিকে জম্মু-কাশ্মীরের রাজৌরি ও নওশেরা সেক্টরের আকাশসীমায় পাকিস্তানি জঙ্গিবিমান প্রবেশ করে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় কর্মকর্তারা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে এ তথ্য জানিয়েছেন।