দুই বছরের জন্য নিষিদ্ধ জয়সুরিয়া

0
468

খবর ৭১ঃ আচরণবিধি ভঙ্গের দায়ে শ্রীলংকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়াকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল)।

জানা গেছে, আইসিসির দুটি দুর্নীতিবিরোধী কোড অমান্য করায় জয়সুরিয়াকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এই দুই বছর ক্রিকেট সংশ্লিস্ট কোনো কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না তিনি।

জয়সুরিয়াও তার দোষ স্বীকার করে নিয়েছেন। আর এর পরই তার বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন শাখা।

শ্রীলংকার হয়ে ১৯৮৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্রিকেট খেলেন জয়সুরিয়া। জাতীয় দলের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটে ৫৮৬ ম্যাচ খেলে ৪২ সেঞ্চুরির সাহায্যে ২১ হাজার ৩২ রান করেন।

ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর সংগঠকের ভূমিকা পালন করেন ৪৯ বছর বয়সী সাবেক এ অধিনায়ক।

এ ছাড়া তিনি ছিলেন শ্রীলংকা জাতীয় দলের প্রধান নির্বাচক। আর এই দায়িত্ব পালনকালেই জড়িয়ে যান দুর্নীতির সঙ্গে। গত বছরের অক্টোবরে জয়সুরিয়ার বিরুদ্ধে এই অভিযোগ আনে আইসিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here