তাসলিমা খানম বীথি
সিফডিয়া, সিলেট প্রতিনিধিঃসিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী বলেছেন, সমাজের সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই একজন সদস্য। তাদের জীবনের চলার পথটা সহজ করে দিতে হবে আমাদেরকেই। অসহায় প্রতিবন্ধীদেরকে প্রতিষ্ঠিত করতে পারলে তারা সমাজ বা দেশের বোঝা হয়ে থাকবে না। তাদের কর্মদক্ষতায় এগিয়ে নিতে হলে সামাজিক সংগঠনসহ সমাজের অসহায় ও বঞ্চিত প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে।
সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস মিডিয়া (সিফডিয়া)’র উদ্যোগে গতকাল মঙ্গলবার জিন্দবাজারস্থ কার্যালয়ে হুইল চেয়ার বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিফডিয়ার নির্বাহী পরিচালক রোটারিয়ান আবদুল মুহিত দিদারের পরিচালনায় সিফডিয়া-এর চেয়ারম্যান অধ্যাপক শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে হুইল চেয়ার বিতরন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর শহিদ আহমদ চৌধুরী সাজু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক শাহাদত চৌধুরী, সিফডিয়ার কার্যকরী পরিষদের সদস্য, সিলেট এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার তাসলিমা খানম বীথি, সিফডিয়ার কর্মী মো. আকবর হোসেন মোজাহিদ, আবদুস সোবহান ইমন ও সাব্বির আহমদ প্রমুখ।
খবর৭১/ইঃ