বিটিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে

0
436

খবর ৭১ঃ রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পরে আরও দুইটি যোগ হয়ে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ভবনের তৃতীয় তলায় লাইব্রেরিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানান, দুপুর দেড় টার দিকে বিটিভি কম্পাউন্ডের ভেতরে একটি ভবনের তৃতীয় তলায় বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here