নবীর নৈপুন্যে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগাস্তিানের জয়

0
362

খবর ৭১ঃ স্পোর্টস ডেস্ক: ভারতের দেরাধুনে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে মোহাম্মদ নবীর অলরাউন্ডারের নৈপুন্যে ৫উইকেটের জয় পায় আফগাস্থিান।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

জর্জ ডকরেল ৩৪ (২৮), স্ট্রুর্য়াট পয়েন্টার ৩১ (২৮) ও দলনেতা স্টার্লি ২৩ (২৫) রানে ১৩৩ রানের টার্গেট দেয় আয়ারল্যান্ড।
বল হাতে নবী ৪ ওভার বল করে ১৬রান দিয়ে এবং রশিদ খানও একই সমান বল করে ২১ রান দিয়ে ২উইকেট নেন। এছাড়া মুজিবুর রহমান ও করিম জনত ১টি করে উইকেট নেয়।

১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নবীর অপরাজিত ৪০ বলে ৪৯ রান ও নাজিবুল্লাহ জর্দানের ৩৬ বলে ৪০ রানে ৫ উইকেটে সহজ পায় আফগানরা।

ম্যান অব দ্য ম্যাচ হয় মোহাম্মদ নবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here