খবর৭১:হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৯১০টি ভারতীয় পিতলের মুর্তি ও ২০ বোতল ফেনসিডিল ইটক করতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার (আজ) সকালে পৃথক দু’টি অভিযান চালিয়ে এসব আটক করে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র পরিচালক মোঃ ইমাম হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে অত্র বিজিবি’র দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে
বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে অভিযান চালিয়ে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পাকা রাস্তার উপর হতে পরিত্যাক্ত অবস্থায় ৯১০টি ভারতীয় পিতলের মুর্তি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৩২ লাখ ৮০ হাজার টাকা।
অপরদিকে, একই বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল আওয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে জেলার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৮(আট হাজার টাকা। # #
খবর৭১/জি