খবর ৭১ঃ রোববার সকালে ভূমিকম্পে চট্টগ্রামসহ পাঁচটি জেলা কেঁপে উঠলো।। সকাল ৮টা ৫৮ মিনিট ৫০ সেকেন্ডে ৪ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পে এসব এলাকার অনেক ভবন কেঁপে ওঠে। লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। অনেকে ভয়ে ছুটোছুটি করতে থাকেন। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত সীমান্তে মিজোরামের কাছে।
চট্টগ্রাম জেলা ছাড়াও রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কুমিল্লায় একইসময়ে ভূমিকম্প হয়। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
এদিকে রাজধানীতে সকাল থেকে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। ঝড়োহাওয়াসহ দুই দফায় মুষলধারে বৃষ্টিপাত হয়। এখনও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদফতর আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানায়।