‘চিত্ত পোড়ে অনুতাপে’ গীতিকাব্যের মোড়ক উন্মোচন

0
1138

খবর ৭১ঃ
মানব জীবনের পরিপূর্ণ সার্থকতা তখনই আসে যখন মানুষের চিন্তা-চেতনা এবং দৃষ্টিভঙ্গি সার্বজনীন হয়। আত্মার বিকাশ সাধনের মাধ্যমেই মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে উঠে। জীবন ও জগতের সাথে একীভূত চিন্তাই মানুষকে সাফল্যের পথ বাতলে দেয়। কবি আরশ আলী ‘চিত্র পোাড়ে অনুতাপে’ গীতিকাব্যের মাধ্যমে মানুষকে সত্যিকার সাফল্যের পথে চলার তাগিদ করেছেন।
সিলেটে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত বইমেলায় বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার, কবি এইচ এম আরশ আলীর ৫ম গ্রন্থ ‘চিত্ত পোড়ে অনুতাপে’র মোড়ক উন্মোচনকালে বক্তারা এসব কথা বলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাসিয়া প্রকাশনীর সামনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কবি গবেষক অফিসার পুলিন রায়, নন্দিত কবি ফজলুর রহমান বাবুল, কবি আব্দুল মুমিন মামুন, ছড়াকার অজিত রায় ভজন, কবি আ.ক.ম এনামুল হক মামুন, কবি নিলুফা ইয়াসমিন, সংগঠক মোস্তাক আহমদ মোস্তফা, জায়েদ আলী, ছড়াকার আহমদ আলী হিরন, গীতিকার আব্দুল সালাম, কবি ফয়জুল হক, সাহিত্যিক এম এ মতিন, শিল্পী আনছার মিয়া, কবি আব্দুল মান্নান, কবি মাওলানা সালেহ আহমদ মর্তুজা, গীতিকাব্যের লেখক এইচ এম আরশ আলী। এছাড়া এসময় সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here