খবর ৭১ঃ ভারতের গুজরাট প্রদেশের কুচ জেলার বাচাওয়ের কাছে একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছে। রোববার জাতীয় সড়কে এসইউভি গাড়ির সঙ্গে দুই ট্রাকের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, একটি পরিবারের ১০ জন সদস্য এসইউভি গাড়িটিতে করে যাচ্ছিলেন। সড়কে দুটি ট্রাকের মাঝে সংঘর্ষে তাদের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় বাচাও হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে। লবন বহনকারী একটি ট্রেলার জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে যায়। এরপরেই এসইউভি গাড়িটিকে ধাক্কা মারে।