খবর৭১:মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে হারজিত থাকবেই। তবে শেষ পর্যন্ত আমরা লড়ে যাব।আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ার নিজ বাসভবনে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, সারা দেশে নির্যাতন ও ধরপাকড় বেড়ে গেছে। সরকারি দলের নেতাকর্মীরা পুলিশের সহায়তায় ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে নিষেধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ।
আজ ঢাকায় ফিরে সার্বিক বিষয় নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনা হবে। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ফখরুল।
খবর৭১/জি