সোনারগাঁওয়ে হাতীর পায়ের নিচে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

0
500

সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ হাতীর পায়ের নিচে পিষ্ট হয়ে শাকিল (১৪) নামে এক কিশোর মারা গেছে। গতকাল বুধবার দুপুর ১ টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ঘাট হোলসিম সিমেন্ট ফ্যাক্টোরীর সামনে এ ঘটনা ঘটে।
প্রতত্যক্ষদর্শীরা জানান, সোনারগাঁও উপজেলার মেঘনা ঘাট এলাকায় অবস্থিত হোলসিম সিমেন্ট ফ্যাক্টোরীতে শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন উপলক্ষে সাধারণ সম্পাদক প্রার্থী হাতী প্রতীকের মো. ইউসুফ ভোটারদের আকৃষ্ট করতে গতকাল সকালে ভাড়া করে একটি হাতী নিয়ে আসেন। দুপুর ১ টার দিকে মেঘনা ঘাট কাদিরগঞ্জ এলাকার ভাড়াটিয়া দিনমজুর আমিনুল ইসলাম সাগরের কিশোর ছেলে শাকিল অন্যান্যদের সঙ্গে উৎসাহিত হয়ে হাতীর সামনে হাতীকে খেতে রুটি কলা দেয়। এ সময় হাতীর শুঁড় দিয়ে শাকিলকে পেচিয়ে ধরে নিক্ষেপ করে মাটিতে ফেলে পা দিয়ে চাপা মেরে হত্যা করে। এ ঘটনার পর হাতীর মালিক দ্রুত ঘটনাস্থল থেকে হাতী নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন কিশোর শাকিলকে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। নিহত শাকিল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মধ্য শাহবাগ গ্রামের আমিনুল ইসলাম সাগরের কিশোর ছেলে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here